চবিতে ১০ম প্রতীকী জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২১:১৬ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

‘আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসনব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায়বিচারের পুনর্গঠন’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০২৬’।
বুধবার দুপুর ২টায় চবি আইন অনুষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ম এই আসরের উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সম্মেলনটি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক আলোচনা ও বিশ্লেষণে দক্ষ করে গড়ে তুলবে। শিক্ষার্থীদের নিজেদের কোনো নির্দিষ্ট অঞ্চলের নয়, বরং বিশ্ব নাগরিক বা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হবে।
এবারের সম্মেলনে শিক্ষার্থীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), সাধারণ পরিষদ-১ (DISEC), মানবাধিকার কমিশন (UNHRC), পরিবেশ কর্মসূচি (UNEP), ইউএন উইমেন, সাংহাই সহযোগিতা সংস্থা (SCO), ইউএন হ্যাবিটেট ও বাংলাদেশ নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে কূটনৈতিক বিতর্কে অংশ নেবেন।
এবারের সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এছাড়াও আফ্রিকা, আফগানিস্তান, নেপাল ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও এই সম্মেলনে প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মোট ১০টি পৃথক কমিটিতে বিভক্ত হয়ে সমসাময়িক বিশ্ব পরিস্থিতি ও কূটনৈতিক বিষয়ে আলোচনায় অংশ নেবেন।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থা শিক্ষার্থীদের কূটনৈতিক চিন্তার বিকাশ এবং বৈশ্বিক সমস্যা সমাধানে তরুণদের উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
