ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘দামপাড়া’ সিনেমায় মুশফিক আরিফের অভিষেক

‘দামপাড়া’ সিনেমায় মুশফিক আরিফের অভিষেক

শিশুকাল থেকে মঞ্চ নাটকের সঙ্গে জড়িয়ে আছেন মুশফিক আরিফ। কালজয়ী সব চরিত্র নিজগুনে মঞ্চে জীবন্ত করে তুলেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি বরগুনা খেলাঘর আসর, শিল্পকলা একাডেমীসহ কয়েকটি থিয়েটারের বড় দায়িত্ব পালন করেছেন তিনি। ইতোমধ্যে জনপ্রিয় ধারাবাহিক নাটক নোয়াশালসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে কুড়িয়েছেন সুনাম। দীর্ঘদিন ধরে ছোটপর্দায় ও মঞ্চে নিয়মিত কাজ করলেও বড়পর্দার স্বপ্ন স্বপ্ন সত্যি হলো। সদ্য মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো সিনেমা মীর সাব্বির পরিচালিত 'রাত জাগা ফুল' সিনেমায় তিনি বায়োস্কোপ ওয়ালার চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন।

মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত এসপি শামসুল হকের বীরত্ব ও আত্মত্যাগের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘দামপাড়া’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে মুশফিক আরিফের। তিনি এ সিনেমায় পাকিস্তানী বেলুচ ক্যাপ্টেন চরিত্রে অভিনয় করেছেন।

‘দামপাড়া’ সিনেমায় মুশফিক আরিফের অভিষেক

মুশফিক আরিফ বলেন, ‘দামপাড়া’ সিনেমা মুক্তিযুদ্ধে বীরত্ব ও আত্মত্যাগের ঘটনা অবলম্বনে নির্মিত একটি সিনেমা। এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে দেশ বিদেশের বহু মঞ্চে অভিনয় করেছি। তবে এটা আমার দ্বিতীয় চলচ্চিত্র এবং একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি তাই স্বাভাবিকভাবে আমি খুবই আনন্দিত। সবসময়ই চেয়েছি চলচ্চিত্রে আমার শুরুটা ভালো কিছু দিয়ে হোক।

মুশফিক আরিফ বর্তমানে মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক। এছাড়া বরগুনা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমীর সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অভিনয় ও সাংবাদিকতার পাশাপাশি তিনি অবহেলিত মানুষের জন্য দির্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

‘দামপাড়া’ চলচ্চিত্রটিতে এসপি শামসুল হকের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।

গত ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) নগরের দামপাড়া পুলিশ লাইনস, সিআরবি, সার্কিট হাউস, টিএন্ডটি কলোনিত, বন্দরঘাট ও পলিটেকনিক ইনস্টিটিউটে এ সিনেমার চিত্রায়ণ শুরু হয়। এটি প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নির্বাহী প্রযোজক রয়েছেন সিএমপি'র উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক। ছবির স্যুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে এবং পোস্ট প্রোডাকশনের কাজ চেন্নাইতে করা হবে বলে জানিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।

ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।

‘দামপাড়া’ সিনেমায় মুশফিক আরিফের অভিষেক

মুক্তিযুদ্ধ পাকিস্তানিদের লক্ষ্যই ছিল চট্টগ্রামে কর্মরত এসপি শামসুল হককে হত্যা করা। জীবন বাজি রেখে তিনি চট্টগ্রামের জনগণের সঙ্গে পুলিশকে একাত্ম করে এক জনযুদ্ধের সূচনা করেন। ২৮ মার্চের পর চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে চলে যায়। ১৭ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে গ্রেফতার করে চট্টগ্রাম সার্কিট হাউজে নিয়ে যায় এবং অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করে পাকিস্তানিরা। তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। তবে এখনো বেঁচে আছেন তাঁর স্ত্রী মাহমুদা হক। সেই বাস্তব গল্পগাথা তুলে ধরা হয়েছে 'দামপাড়া' সিনেমায়।

‘দামপাড়া’ সিনেমায় মুশফিক আরিফের অভিষেক

দামপাড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত