সেরা করদাতার তালিকায় ৬ তারকা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২, ১১:২৪ | অনলাইন সংস্করণ
অনলাইন সংস্করণ

অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন ছয় তারকা। গত ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করা হয়েছে।
যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী ও পীযূষ বন্দোপাধ্যায়। এ ছাড়া গায়ক-গায়িকা ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। গতবারও এই তিন গায়ক শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছিলেন। বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন।
