ঢাকা ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অসুস্থ হয়ে হাসপাতালে ভিক্টর ব্যানার্জি

অসুস্থ হয়ে হাসপাতালে ভিক্টর ব্যানার্জি

গুরুতর অসুস্থ হওয়ায় টালিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে জানা গেছে।

জানা গেছে, আপাতত কয়েকটা দিন হাসপাতালে কাটাতে হবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে জেনারেল বেডে দেওয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।

একটি সূত্রে জানা গেছে, এর আগে দুবার করোনাভাইরাসে আক্রান্ত হন ভিক্টর ব্যানার্জি। করোনার পর ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তার ১০৩ ডিগ্রি জ্বর ছিল। ডব্লিউবিএফজের পক্ষ থেকে অভিনেতাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা দেওয়ার কথা জানানো হয়েছিল।

ভিক্টর ব্যানার্জি ‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘দেবতা’, ‘আক্রোশ’, ‘মহাপৃথিবী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বয়সের কারণে এখন আর তাকে ক্যামেরার সামনে তেমন দেখা যায় না। সম্প্রতি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ সিনেমায় আবারও তার অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হন।

আবা/এসআর/২৪

হাসপাতাল,ভিক্টর ব্যানার্জি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত