ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

দেশ ছেড়ে পালিয়েছেন অরুণা বিশ্বাস

দেশ ছেড়ে পালিয়েছেন অরুণা বিশ্বাস

সম্প্রতি ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরমর্শ দেওয়ার একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে অভিনেত্রী অরুণা বিশ্বাসই দিচ্ছেন এমন পরামর্শ। তবে কিছু ঘটার আগেই গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র। ওই সূত্র জানায় শেখ হাসিনা সরকার পতনের পরই দেশ ছাড়েন অরুণা। পাড়ি জমান কানাডায়।

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে। অরুণার এমন পরামর্শ অবাক করেছে নেটিজেনদের।

এমনকি আন্দোলনে সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সংগীতশিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, ‘বয়স যদি কম থাকত পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম।’

আরাফাত ও ফেরদৌসের ওই গ্রুপে অরুণা বিশ্বাস ছাড়াও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম প্রমুখ।

আবা/এসআর/২৪

অরুণা বিশ্বাস,গোপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত