ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মার্কিন লেখক সংঘের সদস্য হলেন হুমায়ূন আহমেদ পুত্র নুহাশ

মার্কিন লেখক সংঘের সদস্য হলেন হুমায়ূন আহমেদ পুত্র নুহাশ

মার্কিন লেখকসংঘ রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্টের (ডাব্লিউজিএডাব্লিউ) সদস্য হয়েছেন বাংলাদেশের তরুণ নির্মাতা ও চিত্রনাট্যকার নুহাশ হুমায়ূন। তিনি বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জ্যেষ্ঠ পুত্র।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও জানান, রোমাঞ্চকর সব কাজ জমিয়ে ফেলেছেন, যা শিগগিরই সবাইকে জানাবেন।

তাছাড়া, নিজের পোস্টের সঙ্গে রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যপদের কার্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন নুহাশ।

নিজের কাজ করা ‘পেট কাটা ষ’ নিয়ে তিনি এক পোস্টে লিখেছেন, ‘যদি আপনি কখনো আমার গল্প দেখে থাকেন, প্রশংসা বা সমালোচনা করেন, গল্প বলিয়ে হিসেবে এই জার্নির পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।’

হলিউডে কাজের সূত্রেই এই সদস্যপদ পেয়েছেন জানিয়ে গণমাধ্যমকে নুহাশ জানান, ‘হলিউডে বেশ কিছু কাজের সূত্রেই এই সদস্যপদ পেলাম। প্রজেক্টগুলো কী, সেটা এখনই বলতে পারব না, এটা গোপনীয়। তবে বাংলাদেশেও কাজ করছি আবার বাইরেও রাইটার্স গিল্ডের সদস্যপদ পেলাম, এটা খুব ভালো লাগছে।’

নূহাশ আরও জানান, তিনি এখন ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় মৌসুমের সম্পাদনার কাজে ব্যস্ত।

আবা/এসআর/২৪

মার্কিন,লেখক,নুহাশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত