কাজল আরেফিন অমি নির্মিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলরয় পয়েন্ট’। ২০১৭ সালে শুরু হওয়ার পর সিরিজটি ব্যাপক সাড়া পায় দর্শকমহলে। এই ফ্র্যাঞ্চাইজির মুক্তিপ্রাপ্ত চারটি সিজনই দাগ কেটেছে দর্শকদের মনে। প্রতিটি সিজনেই বেড়েছে দর্শক সংখ্যা।
চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক ভেবে নিয়েছিলেন এখানেই যবনিকা টানছেন পরিচালক। কিন্তু না, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন আসছে এবার। সংবাদমাধ্যমকে অমি নিজেই নিশ্চিত করেছেন খবরটি।
অমি বলেন, ‘হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট ফাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ শুরু হয়নি।’
এ নির্মাতা আরও বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। দর্শকরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।