মোশাররফ করিম,ফারিণ ও শরীফুল রাজের নতুন সিনেমা ‘ইনসাফ’

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:১৮ | অনলাইন সংস্করণ

নতুন সিনেমা ‘ইনসাফ’-এর শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাসে। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম, যিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। সিনেমায় নায়ক হিসেবে থাকছেন শরীফুল রাজ এবং বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ।

এ সিনেমা একটি অ্যাকশন থ্রিলার, যেখানে রাজকে ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে দেখা যাবে, যা আগে তার অন্যান্য ছবিতে দেখা যায়নি। নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, তিনি ছবির কাস্ট সম্পর্কে শিগগিরই বিস্তারিত ঘোষণা করবেন।

এছাড়া, সঞ্জয় সমদ্দার এর আগে ওপার বাংলার নায়ক জিৎকে নিয়ে ‘মানুষ’ সিনেমাটি নির্মাণ করেছেন এবং এখন ‘ইনসাফ’ নিয়ে ব্যস্ত আছেন।