ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ছুরিকাঘাতের পর প্রথম জনসমক্ষে সাইফ আলী খান, নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বাস

ছুরিকাঘাতের পর প্রথম জনসমক্ষে সাইফ আলী খান, নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বাস

ছুরিকাঘাতের ঘটনার পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাইফ আলী খান ও জয়দীপ আহলাওয়াতকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘জুয়েল থিফ’। অনুষ্ঠানে সাইফ সিনেমাটির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মঞ্চে উঠে সাইফ বলেন, "এখানে দাঁড়িয়ে থাকতে পেরে আজ খুবই ভালো লাগছে।" সহ-অভিনেতা জয়দীপ আহলাওয়াতও সাইফের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, "এটা আমার অনেকদিনের স্বপ্নপূরণ। সাইফের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, এটা একটা অসাধারণ সিনেমা। আমি ভীষণই এক্সাইটেড।"

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারি বান্দ্রার বাড়িতে ডাকাতির সময় সাইফ আলী খানের উপর ছুরিকাঘাত করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়। ঘটনার পাঁচ দিন পর তাকে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়। এবার সুস্থ হয়ে তিনি আবারও কাজে ফিরেছেন এবং ভক্তদের সঙ্গে মিলিত হয়েছেন।

সাইফ আলী,সিনেমা,উচ্ছ্বাস,জনসমক্ষে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত