পপির বিরুদ্ধে থানায় জমি দখলের অভিযোগ দিলেন বোন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১০ | অনলাইন সংস্করণ

দীর্ঘদিন আড়ালে থাকার পর ফের আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এবার তার বিরুদ্ধে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পপির বোন ফিরোজা পারভীন খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) করা জিডিতে উল্লেখ করা হয়েছে, পপি তার স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ শিববাড়ি এলাকায় গিয়ে জমি দখলের চেষ্টা করেন এবং বাধা দিলে ফিরোজা পারভীনকে হুমকি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে পপি ও তার স্বামী খুলনায় অবস্থান করছেন।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের "আমার ঘর আমার বেহেশত" সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল "কুলি", যা সাত কোটি টাকার ব্যবসা করে মাইলফলক স্থাপন করেছিল।
