চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যরাতে তোলা কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তিনি নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উল্লেখ করেছেন। মধ্যরাতের আলো-আঁধারিতে দোলনায় বসে থাকার দৃশ্য ভক্তদের মুগ্ধ করলেও নেটিজেনদের মাঝে এর ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কেউ কেউ তার সৌন্দর্য ও ছবির প্রশংসা করে কমেন্ট করেছেন, আবার কেউ কটাক্ষও করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘পেঁচা তো পেঁচাই, পেঁচা আবার লক্ষ্মী হয় কীভাবে?’ অন্যদিকে, অন্য একজন মন্তব্য করেছেন, ‘নামের মতোই সুন্দর, যথার্থই তিনি পরী।’
‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া পরীমণি ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে পড়লেও অভিনয় দক্ষতা দিয়ে তিনি ইতিমধ্যেই সাফল্যের শিখরে পৌঁছেছেন।
এছাড়া, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় এবং ভক্তদের সঙ্গে নিয়মিত নিজের ভালোলাগার মুহূর্তগুলো শেয়ার করতে পছন্দ করেন।