সৃজিত-মিথিলার বিচ্ছেদ জল্পনা, মুখ খুলতে নারাজ অভিনেত্রী
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৯ | অনলাইন সংস্করণ

পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পর থেকেই মিথিলাকে নিয়ে আলোচনা বাড়ে।
তাহসানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন শেষ করে মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। তবে এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। এই পরিস্থিতিতে তাদের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলাকে সৃজিতের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, "আমার মনে হয় আমরা সিনেমাটি নিয়েই কথা বলি। কারণ আমি দেখেছি যে এই ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গেলেই সাক্ষাৎকারের এই কথাগুলো থেকে ছোট ছোট অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাবে। ছোট ক্লিপগুলো বারবার অপ্রাসঙ্গিক জায়গাগুলোতে দেখানো হবে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয় নিয়ে কোনো কথা বলব না।"
তবে মিথিলা তার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’ নিয়ে কথা বলতে আগ্রহী। এই সিনেমায় তার সঙ্গে অভিনেতা এফ এস নাঈম জুটি বেঁধেছেন। মিথিলা বলেন, "বরং সিনেমায় আমার আর নাঈমের রসায়ন কেমন, আমি তা নিয়ে আরও একটি কথা বলতে পারি।"
মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’ আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে। তবে সৃজিত-মিথিলার দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন ও গুঞ্জন এখনও থামেনি।
