তাহসানের সাতটি পুরোনো গান নতুন আঙ্গিকে আসছে
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৩ | অনলাইন সংস্করণ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ভক্তদের জন্য আনছেন এক বড় সুখবর। তিনি তার পুরোনো সাতটি গান নতুন করে গেয়ে রিমেক করার উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি তাহসান জানিয়েছেন, তার প্রিয় এই গানগুলো নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে চান তিনি।
তাহসানের ভাষ্য, ‘আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেসব গান করব, সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু আমার খুব প্রিয়। আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে, যেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনঃপূত হয়নি। তাই গানগুলো আমার নিজের মতো করে উপস্থাপন করতে চাই।’
যেসব গান রিমেক করা হচ্ছে, সেগুলো হলো: ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ও ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে। তাহসান জানান, ইতিমধ্যে গানগুলোর সংগীতায়োজনসহ সব কাজ শেষ হয়েছে।
উল্লেখ্য, গেল ভালোবাসা দিবসে তাহসানের গাওয়া ‘জনম জনম’ গানটি প্রকাশ পেয়েছে। এছাড়া, আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘জংলি’ সিনেমার জন্যও গান গেয়েছেন তিনি।
