শাকিব খানের ‘দরদ’ শেষ পর্যন্ত ভারতে মুক্তি পাচ্ছে

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭ | অনলাইন সংস্করণ

গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ অবশেষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি প্যান ইন্ডিয়ান প্রজেক্ট হিসেবে দাবি করা হলেও এতদিন ভারতে মুক্তি পায়নি, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতে সিনেমাটি মুক্তি পাবে। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’ তবে সিনেমাটি শুধু পশ্চিমবঙ্গে, নাকি ভারতের অন্যান্য রাজ্যেও মুক্তি পাবে, তা স্পষ্ট করেনি তারা।

‘দরদ’ একটি রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমা, যা বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। অনন্য মামুনের পরিচালনায় সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। হিন্দি ভার্সনের সহপ্রযোজক হিসেবে রয়েছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।

উল্লেখ্য, সিনেমাটি বাংলাদেশে মুক্তির পাশাপাশি যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও ভারতে মুক্তি না পাওয়ায় নির্মাতা ও সংশ্লিষ্টরা সমালোচনার মুখে পড়েন। এবার ভারতে মুক্তির মাধ্যমে সেই সমালোচনার অবসান হতে চলেছে।