রমজানে শুটিং ছেড়ে ইবাদতে মশগুল প্রিয়াঙ্কা জামান
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১২:৪৮ | অনলাইন সংস্করণ

অভিনয় জগতে ১৭ বছরের ক্যারিয়ারে সমানতালে কাজ করে যাচ্ছেন প্রিয়াঙ্কা জামান। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে সক্রিয় এই অভিনেত্রী রমজান মাসে শুটিং থেকে বিরত থাকেন। তিনি এই সময়টাকে ইবাদত ও পরিবারের সঙ্গে কাটানোর জন্য উৎসর্গ করেন।
প্রিয়াঙ্কা জামান সম্প্রতি গণমাধ্যমে বলেন, "রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে সময় দেব। নিজেকে সময় দেব।" তিনি আরও জানান, এই মাসে তিনি কোনো শুটিং করেন না। তিনি বলেন, "এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি, এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি। ইবাদতে মশগুল থাকি।"
প্রিয়াঙ্কা জামান বর্তমানে তিনটি নতুন নাটকে কাজ করছেন। এর মধ্যে দুটি একক নাটক 'বিয়ে বাড়ির গল্প' ও 'এতিম বউ' এবং একটি ধারাবাহিক নাটক 'ভাইরাল গ্রাম'। ধারাবাহিকটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন প্রাণ রায় ও সাব্বির আহমেদ।
নিজের ধর্মীয় দায়িত্ব পালনকে অগ্রাধিকার দেওয়া প্রিয়াঙ্কা জামান রমজান মাসে শুটিং থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়টাকে তিনি ইবাদত ও পরিবারের সঙ্গে কাটানোর জন্য উৎসর্গ করেছেন।