জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৫:১১ | অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত হলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। দলটি বৈষম্যহীন ও শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করবে বলে জানানো হয়েছে।

নতুন এই রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি এক বার্তায় দলটির আত্মপ্রকাশে অভিনন্দন জানিয়ে বলেন, “বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম।” তিনি আশা প্রকাশ করেন, নতুন দলটি গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে জনগণের কল্যাণে কাজ করবে এবং জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, “মানুষের সমালোচনাকে সুন্দরভাবে গ্রহণ করে নতুন চিন্তা ও নতুন জাগরণের মাধ্যমে দলকে পরিচালিত করতে হবে। ক্ষমতার বাইরে থেকেও মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব।” তিনি নতুন দলের সাফল্য কামনা করেন এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে দলটির সর্বাত্মক প্রচেষ্টা কামনা করেন।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে তরুণদের অংশগ্রহণ ও নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। দলটি তাদের কার্যক্রমে জনগণের কল্যাণ ও বৈষম্যবিরোধী চেতনাকে প্রাধান্য দেবে বলে জানানো হয়েছে।