‘বিনোদিনী’ হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১৩:৪০ | অনলাইন সংস্করণ

দর্শকদের মন জয়ের পর এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলা ছবি ‘বিনোদিনী’। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।
‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র। অন্যদিকে, ক্যারিয়ারের প্রথম বাংলা ছবির জন্য ‘বেস্ট ডিরেক্টর’-এর খেতাব জিতেছেন পরিচালক রামকমল মুখার্জী।
পুরস্কার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রামকমল বলেন, ‘দর্শকদের ভালোবাসার পর আন্তর্জাতিক সম্মান পাওয়া দারুণ অনুভূতি। ফ্লোরিডায় হাউজফুল শো ও তিনটি পুরস্কার পাব, তা কল্পনাও করিনি।’
খুব শিগগিরই নিজের পরবর্তী বাংলা ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে আসছেন তিনি, যা ‘বিনোদিনী’-এর থেকে একেবারে ভিন্ন মেজাজের হবে বলে জানিয়েছেন নির্মাতা।
