ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

তামান্না-বিজয়ের প্রেম নাকি লালসা? সম্পর্ক ভাঙন নিয়ে নতুন প্রশ্ন

তামান্না-বিজয়ের প্রেম নাকি লালসা? সম্পর্ক ভাঙন নিয়ে নতুন প্রশ্ন

দক্ষিণী চলচ্চিত্র জগতে তোলপাড় সৃষ্টি করেছে তামান্না ভাট ও বিজয় ভার্মার সম্পর্ক ভাঙনের খবর। যদিও দুজনেই জানিয়েছেন, প্রেমের সম্পর্ক শেষ হলেও তাদের বন্ধুত্ব আজীবন থাকবে। তবে সম্প্রতি তাদের কিছু মন্তব্য ও আচরণ নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে কাজ করার সময় থেকেই দুজনের প্রেমের সম্পর্কের কথা জানা যায়। ছবিটি প্রমোশনের সময় এক সাক্ষাৎকারে তামান্না ও বিজয়কে ভালোবাসা ও লালসা নিয়ে প্রশ্ন করা হয়। তামান্না বলেন, ‘ভালোবাসা মানে স্বাধীনতা। লালসা হলো ভীষণভাবে কোনো কিছুর কামনা করা।’ অন্যদিকে বিজয় বলেন, ‘ভালোবাসা ও লালসা আলাদা। শারীরিক সম্পর্ক থেকেও প্রেমের জন্ম হতে পারে।’

২০২৩ সালের শুরুতে গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখে তামান্নার একটি ছবি ভাইরাল হয়। এরপর থেকেই দুজনের বিয়ের গুঞ্জন শোনা যায়। কিন্তু তার আগেই সম্পর্কে ইতি টানেন তারা। এখন প্রশ্ন উঠেছে, তাদের সম্পর্ক কি আসলে প্রেম ছিল, নাকি শুধুই লালসা? এই প্রশ্নের উত্তর এখনও রহস্যেই রয়ে গেছে।

তামান্না-বিজয়,সম্পর্ক,প্রেম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত