বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৩:৩৪ | অনলাইন সংস্করণ

দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। সোমবার (১০ মার্চ) সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে রুনা খান শোক প্রকাশ করেন।
ফরহাদ হোসেন সরকারি চাকুরিজীবী ছিলেন। তিনি টাংগাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন। তার দাফনও সেখানেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রুনা খানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী তিন্নি ও শ্রাবন্তীসহ অনেকেই শোকবার্তা দিয়েছেন। এছাড়া ভক্তরা তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।