ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ঈদে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’, সিনেমায় গাইলেন জালালী শাফায়াত

ঈদে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’, সিনেমায় গাইলেন জালালী শাফায়াত

আসন্ন ঈদ-উল-আজহাতে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘নীলচক্র’, যেখানে চমক হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় র্যা পার জালালী শাফায়াত। এই প্রথমবারের মতো কোনো সিনেমায় গান গাওয়ার পাশাপাশি অভিনয় করলেন তিনি।

সিনেমাটির একটি গানে, ‘এই অন্ধকারের শহরে’, কণ্ঠ দিয়েছেন শাফায়াত নিজেই। গানটির কথা লিখেছেন তিনিই, আর সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় গায়ক বালাম। ইতোমধ্যেই গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটির দৃশ্যে দেখা গেছে, একটি টিনেজ ডিজে পার্টিতে পারফর্ম করছেন শাফায়াত, যেখানে বালামকেও উপস্থিত দেখা যায়।

পরিচালক মিঠু খান জানিয়েছেন, “এই গানের মাধ্যমে শাফায়াতের সিনেমায় প্রথম কাজ। গানটি সিনেমার গল্পের অংশ হিসেবেই কাজ করবে।”

র্যা পার শাফায়াতও বলছেন, “এই সিনেমায় আমাকে দেখা যাবে একজন র্যা পার চরিত্রে। চেষ্টা করেছি গান ও অভিনয়ের মাধ্যমে বর্তমান সময়ের তরুণদের কথা বলার।”

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে পর্দায় এসেছেন তারা। বর্তমান সময়ের প্রযুক্তি নির্ভর সমাজে তরুণ প্রজন্ম কীভাবে বিভ্রান্ত হচ্ছে এবং সেই সুযোগে কিছু অসাধু মানুষ কীভাবে ফাঁদ তৈরি করছে— এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলচক্র’।

চিত্রনাট্য লিখেছেন পরিচালক মিঠু খান, নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমার বিশ্বপ্রিমিয়ার হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত আমেরিকান ফিল্ম মার্কেটে। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে, এই ঈদে।

জালালী শাফায়াত,ঈদে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’, সিনেমায়,‘নীলচক্র’,সিনেমা,মুক্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত