‘পরিণীতা’ দিয়ে টিভি পর্দায় ঈশানী, রোমান্টিক দৃশ্যে জমছে খুনসুটি

প্রকাশ : ১২ মে ২০২৫, ১৩:৫৩ | অনলাইন সংস্করণ

মডেলিং আর সামাজিক মাধ্যমে পরিচিতি পাওয়ার পর এবার অভিনয় জগতে নিজের জায়গা করে নিচ্ছেন ওপার বাংলার নতুন মুখ ঈশানী চ্যাটার্জি। টেলিভিশন ধারাবাহিক ‘পরিণীতা’ দিয়ে তার অভিনয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু।

এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন পারুল চরিত্রে—একটি ছোট শহরের সহজ-সরল কলেজপড়ুয়া মেয়ে, যে ধীরে ধীরে জড়িয়ে পড়ে রায়ান নামের এক যুবকের সঙ্গে, যাকে পরবর্তীতে বিয়ে করবে। রোমান্স, সম্পর্ক আর আবেগের টানাপোড়েনে গড়া এই গল্পে পারুল-রায়ানের সম্পর্ক এখন পর্দায় ধীরে ধীরে ঘনিষ্ঠ হচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশানী ও উদয় প্রতাপ সিং (রায়ান চরিত্রে অভিনয় করছেন) নিজেদের অনস্ক্রিন রসায়ন নিয়ে কথা বলেন। ঈশানী বলেন,“পুরোদস্তুর রোমান্স না থাকলেও একটু একটু করে ভালোবাসার গল্প তৈরি হচ্ছে। আর এসব রোমান্টিক দৃশ্যে শুট করতে গিয়ে আমরা এত মজা করেছি যে, মাড়ি কেটে গেছে!”

তিনি আরও জানান, “রোমান্টিক সিনে আমি বারবার রি-টেক চাইতাম। কারণ, ছোটবেলায় যেমন টিভিতে এসব সিন দেখতাম, এখন নিজে করে খুব মজা পাচ্ছি।”

অন্যদিকে, উদয় প্রতাপ সিং বলেন,“আমার বয়সে ছোট সহঅভিনেতা অনেক, কিন্তু আমি ফ্লোরে সবচেয়ে দুষ্টু। অনেকক্ষণ শুট করতে হয়, তাই একটু মজা করি, দৌরাত্ম্য করি!”

ঈশানীর ‘পরিণীতা’ দিয়ে যাত্রা শুরু হলেও ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়তে শুরু করেছেন তিনি। টিভি পর্দায় তার সাবলীল অভিনয়, গ্ল্যামার আর সহজাত উপস্থিতি তাকে নিয়ে যেতে পারে অনেক দূর।