আম্বানির পুত্রবধূ রাধিকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৩:৪৩ | অনলাইন সংস্করণ

ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির পরিবার মানেই যেন চমক আর আলোচনার কেন্দ্রবিন্দু। রাজকীয় আয়োজনে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ের এক বছর না যেতেই, ফের এই যুগল উঠে এসেছেন খবরের শিরোনামে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন— রাধিকা মার্চেন্ট নাকি অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, সূত্র বলছে তিনি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন।
নেটিজেনদের মতে, বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। রাধিকা ও অনন্তও ব্যক্তিগত জীবন নিয়ে এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন।
তবে এই খবর সত্যি হোক বা শুধুই গুজব, অনুরাগীদের মধ্যে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে। কেউ বলছেন, “বিয়ের এক বছরের মধ্যেই যদি এই খবর সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে এটি এক বিশাল চমক।” কেউ বা বলছেন, “নতুন বছরের আগেই হয়তো আসবে সুখবরের আনুষ্ঠানিক ঘোষণা।”
যদিও খবরের সত্যতা এখনো নিশ্চিত নয়, তবে রাধিকা-অনন্ত জুটিকে ঘিরে এই গুঞ্জন এখন নেটদুনিয়ার আলোচনার শিখরে।