শুটিংয়ে আহত প্রিয়াঙ্কা

প্রকাশ : ২২ জুন ২০২৫, ১৫:২৭ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক

বলিউডের ‘দেশি গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন নিয়মিত কাজ করছেন হলিউডে। নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে গড়েছেন সুখের সংসার। পাশাপাশি আন্তর্জাতিক পর্দায় নিজের অবস্থান শক্ত করেছেন একাধিক সুপারহিট সিরিজ ও সিনেমার মাধ্যমে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের হলিউড যাত্রা ও অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানেই ‘হেড অফ স্টেট’ সিনেমার শুটিংয়ে গুরুতর দুর্ঘটনার কথা প্রকাশ করেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা জানান, “একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছিল। ক্লোজ শটের জন্য আমার কোমরে একটি ক্যামেরা বক্স বাঁধা ছিল। তখন ভয়ংকর বৃষ্টি হচ্ছিল। পরিচালক ‘অ্যাকশন’ বলার পর আমি মাটিতে পড়ে যাই। পড়ে যাওয়ার সময় ক্যামেরা খুলে গিয়ে আমার চোখের পাশে প্রচণ্ড আঘাত করে। এতে আমার চোখের পলক ক্ষতিগ্রস্ত হয়। ভাগ্য ভালো, চোখটা বেঁচে যায়।”

তবে ভয়াবহ সেই ঘটনার পরও তিনি শুটিং বন্ধ করেননি। “আমি পুরোদিনের শুটিং শেষ করি,” বলেন সাহসী এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কার নতুন হলিউড সিনেমা ‘হেড অফ স্টেট’ মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসেই। এই ছবিতে প্রিয়াঙ্কার সহশিল্পী হিসেবে থাকছেন ইদ্রিস এলবা (খ্যাতনামা হলিউড অভিনেতা),এবং জন সিনা (রেসলিং তারকা ও অভিনেতা)।

সিনেমাটি একটি রাজনৈতিক থ্রিলার ঘরানার এবং এতে অ্যাকশন, কৌতুক ও নাটকীয়তার মিশ্রণ থাকবে বলে জানা গেছে।