মৌ খান দুই পর্দায় সমানতালে

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:১৭ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক

চলতি প্রজন্মের নায়িকা মৌ খান। এরইমধ্যে সিনেমা, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে কাজ করে যাচ্ছেন নিয়মিত। তবে গত এক বছরে সিনেমার পাশাপাশি ছোট পর্দার নাটকেও কাজ করছেন তিনি। সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় ‘ব্যাডবাজ পোলাপান’ শিরোনামের নাটকে। সামনেও আরও একাধিক নাটক-সিনেমার কাজ হাতে রয়েছে তার। এদিকে সর্বশেষ চলতি বছরের মার্চে ‘চাইল্ড অব দ্য স্টেশন’ নামের সিনেমায় কাজ করেছেন মৌ। ময়না আজমেরী’র উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করেছেন জাফর আল মামুন। এতে মৌয়ের সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা। সিনেমাটি নিয়ে মৌ খান বলেন, বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে এর গল্প। আমি শ্রাবণী চরিত্রে অভিনয় করছি। বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।

নতুন ছবি প্রসঙ্গে এ নায়িকা বলেন, নতুন বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে। তবে পাকাপাকি হয়নি। দুই পর্দায় কাজ প্রসঙ্গে মৌ বলেন, ভালো গল্প ও চরিত্র হলে যেকোনো মাধ্যমে কাজ করতে চাই। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই।