এবার রাজনৈতিক ক্যারিয়ারেও দল বদলালেন শ্রাবন্তী

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১২:৪৪ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন। তবে এবার বিজেপি নয়; পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হয়েই মাঠে নামবেন তিনি। অভিনেত্রী ছাড়াও তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তের মতো তারকারা।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেই থেকে শুরু হয়েছে গুঞ্জন— তৃণমূলের হয়ে ভোটের লড়াইয়ে মাঠে নামতে চলেছেন অভিনেত্রী। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, এখনই কিছু বলা সম্ভব নয়।

তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। অভিনেত্রী বলেন, রাজনীতির বিষয়ে এখনও আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব, না হলে নয়। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবন্তী। কিন্তু হারের মুখ দেখতে হয়েছিল তাকে।