স্বপ্নে কেয়ামত দেখে অভিনয় ছেড়েছি: সাবেক চিত্রনায়িকা আন্না

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২০:০৭ | অনলাইন সংস্করণ

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না জানালেন, স্বপ্নে কেয়ামতের দৃশ্য দেখে তিনি এক রাতেই অভিনয় ছেড়ে দেন এবং তওবা করেন। বর্তমানে তিনি অভিনয়জগৎ ছেড়ে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।

আন্না বলেন, “স্বপ্নে কেয়ামত হতে দেখে আমি খুব ভয় পেয়ে যাই। সেদিন রাতেই সিদ্ধান্ত নিই—আর অভিনয় নয়। সঙ্গে সঙ্গে তওবা করি।”

প্রায় অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেত্রী এখন ব্যস্ত ‘আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল অব বিউটিফিকেশন’ নিয়ে। এখানে তিনি শুধু বিউটিশিয়ান হিসেবেই কাজ করছেন না, বরং নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলছেন।

আন্না বলেন, “আমি এখানে স্কুল সিস্টেমে প্রশিক্ষণ দিচ্ছি। ছোটবেলা থেকেই সাজাতে ভালোবাসতাম, এখন সেটা নিয়েই কাজ করছি। এতে আমি খুবই খুশি।”

চলচ্চিত্র জীবনের স্মৃতি প্রসঙ্গে তিনি জানান, “আমি মান্না ভাই, ডিপজল ভাইসহ শাকিব, রিয়াজ, ফেরদৌস সবার সঙ্গে কাজ করেছি। সবাই আমাকে ভালোবেসেছে। কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই—আলহামদুলিল্লাহ্‌।”

বর্তমান সময়ের শিল্পীদের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা প্রসঙ্গে আন্নার মত, “আগে এসব নিয়ে এত কথা হতো না। এখন সোশ্যাল মিডিয়ার কারণে একটু কিছু ঘটলেই তা ভাইরাল হয়ে যায়। আমি চাই, সবাই ব্যক্তিজীবন আড়ালে রাখুক, আর কাজটাই হাইলাইট করুক।”

সবশেষে তিনি সবার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।