বিমানবন্দরে ৭০ লাখ টাকার গয়না হারিয়ে ভেঙে পড়লেন উর্বশী
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২০:২৪ | অনলাইন সংস্করণ

উইম্বলডন ম্যাচ দেখতে লন্ডন ঘুরে ভারতে ফেরার পথে বড় ধরনের বিপদের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে তার একটি দামি ব্যাগ চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ব্যাগটিতে ছিল প্রায় ৭০ লাখ রুপি মূল্যের গয়না।
উর্বশীর দাবি, ব্যাগটিতে ছিল বিলাসবহুল ব্র্যান্ড ক্রিস্টিয়ান ডিওরের তৈরি একাধিক জিনিস। সেই সঙ্গে ছিল ব্যয়বহুল অলংকার। নিরাপত্তা ট্যাগ ও টিকিট থাকার পরও ব্যাগটি ব্যাগেজ বেল্ট থেকেই চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উর্বশী লেখেন, “এমিরেটসের প্ল্যাটিনাম সদস্য এবং গ্লোবাল শিল্পী হিসেবে উইম্বলডনে গিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমার ব্যাগটি গ্যাটউইক বিমানবন্দরে হারিয়ে গেছে। এটি নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তোলে।”
এর আগেও নানা বিতর্কে নাম উঠে এসেছে উর্বশীর। কখনো পোশাক, কখনো মন্তব্য কিংবা ব্যক্তিগত জীবন—প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। এবার গয়নাসহ দামি ব্যাগ হারিয়ে ফের শিরোনামে এলেন এই অভিনেত্রী।
