হিন্দি বলার অনুরোধে ক্ষুব্ধ কাজল, ভিডিও নিয়ে বিতর্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৬:৪১ | অনলাইন সংস্করণ

সারা ভারতে যখন হিন্দি আগ্রাসন নিয়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই ভাষা ইস্যুতে বিতর্কের কেন্দ্রে চলে এলেন বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি এক অনুষ্ঠানে হিন্দিতে কথা বলার অনুরোধে সাফ না বলে দিয়েছেন তিনি, এমনকি ওই প্রশ্নে ক্ষুব্ধ হয়ে মেজাজ হারান।
মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মা তনুজার সঙ্গে উপস্থিত হয়েছিলেন কাজল। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কেবল ইংরেজি ও মারাঠিতে কথা বলেন এই জনপ্রিয় অভিনেত্রী। এক পর্যায়ে এক সাংবাদিক তাকে অনুরোধ করেন, যাতে তার বক্তব্য হিন্দিতে অনুবাদ করে বলেন।
সেই প্রশ্নে স্পষ্ট বিরক্তি প্রকাশ করে কাজল বলেন, ‘এখন আমাকে হিন্দিতে কথা বলতে হবে? যারা বুঝতে চায়, তারা এমনিই বুঝবে।’
তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশ দাবি করছেন, হিন্দি সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কাজলের পক্ষে এই আচরণ অগ্রহণযোগ্য। কেউ কেউ তাকে ‘অকৃতজ্ঞ’ বলেও আখ্যা দেন।
একজন লিখেছেন, “আপনি তো হিন্দি সিনেমাতেই সুপারস্টার হয়েছেন। আজ সেই ভাষাকেই অপমান করছেন?” আরেকজনের মন্তব্য, “হিন্দিতে কথা বলতে এত লজ্জা হলে বলিউডে থাকার দরকার নেই। দক্ষিণে চলে যান।”
তবে কাজলের পাশে দাঁড়িয়েছেন অনেক মারাঠিভাষী ভক্ত। তাদের মতে, নিজের ভাষায় কথা বলার অধিকার তার আছে এবং কাজল ভাষার বৈচিত্র্য ও সম্মান রক্ষা করেছেন।
উল্লেখ্য, ভারতজুড়ে ভাষা নিয়ে বিতর্ক নতুন নয়। কিছুদিন আগে দিল্লি পুলিশের এক নোটিশে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা হয়েছিল, যা ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরই মাঝে কাজলের মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢেলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
