আবার বাবা হচ্ছেন আরবাজ খান, সালমান হচ্ছেন কাকা

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২০:৩৯ | অনলাইন সংস্করণ

বলিউড অভিনেতা ও নির্মাতা আরবাজ খান আবারও বাবা হতে চলেছেন। তার স্ত্রী সুরা খান বর্তমানে অন্তঃসত্ত্বা। এটি হবে আরবাজের দ্বিতীয় সন্তান। এমন খবরে আনন্দে ভাসছে খান পরিবার। ফলে বলিউড সুপারস্টার সালমান খান আবারও কাকা হতে চলেছেন।

সাম্প্রতিক সময়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে জনসম্মুখে দেখা গেছে আরবাজকে। জন্মদিনের আগের রাতে ক্যামেরার সামনে প্রথমে অনীহা দেখালেও পরে স্বামীর হাত ধরে হাসিমুখে পোজ দেন সুরা খান। এতদিন এই খবর গোপন থাকলেও এবার যেন নিজের মুখেই সুখবরটি সবাইকে জানিয়ে দিলেন আরবাজ।

উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে আরবাজ খানের প্রথম সংসার ছিল। সেই দাম্পত্যে রয়েছে এক পুত্রসন্তানও। তবে বহু বছর আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিন মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে থাকলেও সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি।

হঠাৎ করেই মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন আরবাজ খান। বিয়ের পর তারা ছিলেন একান্তে, মিডিয়ার আলোচনার বাইরে। তবে এবার সন্তান আগমনের খবরে আবারও তাদের নিয়ে উৎসাহ বেড়েছে বলিউড অঙ্গনে।

পেশায় সফল রূপটান শিল্পী সুরা খান বলিউডের পরিচিত মুখ হলেও গণমাধ্যমে খুব একটা সরব ছিলেন না। আরবাজের সঙ্গে দাম্পত্য জীবনেও তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার চেষ্টা করেছেন।

এবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এসে সেই আড়াল যেন নিজের হাতেই ভেঙে দিলেন আরবাজ খান।