দারিদ্র্যকে হারিয়ে ১০০ কোটির মালিকানা, কে এই অভিনেত্রী?
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২০:৫৯ | অনলাইন সংস্করণ

বলিউড ও দক্ষিণী সিনেমায় তারকাদের বিলাসবহুল জীবন যেমন আলোচনায় থাকে, তেমনি তাদের সংগ্রামের গল্পও ভক্তদের কৌতূহল জাগায়। দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সেই অনুপ্রেরণাদায়ী উদাহরণগুলোর একটি।
১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্ম নেওয়া সামান্থার শৈশব কেটেছে চেন্নাইয়ে।
দ্বাদশ শ্রেণীর পর পরিবারের আর্থিক সংকটে উচ্চশিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। খরচ মেটাতে তিনি মডেলিং শুরু করেন। এই মডেলিংয়ের মাধ্যমেই পরিচালকদের নজরে আসেন, বিশেষ করে রবি বর্মণের। এরপর গৌতম মেননের পরিচালনায় ইয়ে মায়া চেসাভে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় তার।
তবে খ্যাতি ও সাফল্যের পেছনে লুকিয়ে আছে না খেয়ে কাটানো দিনের গল্পও। বর্তমানে সামান্থা কেবল অভিনয়েই নয়, রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি ও ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করে আর্থিকভাবে সুদৃঢ় হয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার সম্পত্তির বর্তমান মূল্য প্রায় ১০১ কোটি রুপি।
ব্যক্তিগত জীবনে ২০১৭ সালে তিনি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন, তবে ২০২১ সালে বিচ্ছেদ হয়। ভরণপোষণ বাবদ ২০০ কোটির দাবি ওঠার গুঞ্জন ছড়ালেও সামান্থা তা অস্বীকার করেছেন।
