মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৩:০৪ | অনলাইন সংস্করণ

‘থ্রি ইডিয়টস’ ছবির রাগী অধ্যাপক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট) ভারতের থানের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অচ্যুত পোতদার দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বলিউডসহ মারাঠি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, থানেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার ১২৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— দাবাং ২, হাম সাথ সাথ হ্যায়, রঙ্গিলা, রাজু বান গয়া জেন্টলম্যান, আক্রোশ, তেজাব, পারিন্দা, লাগে রাহো মুন্না ভাই সহ একাধিক হিট ছবি।
অভিনেতা হওয়ার আগে অচ্যুত পোতদার ছিলেন একজন শিক্ষক। পরে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর দীর্ঘ ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে এক্সিকিউটিভ পদে কাজ করেন।
অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই ৪৪ বছর বয়সে বলিউডে অভিষেক করেন অচ্যুত পোতদার। থ্রি ইডিয়টস সিনেমায় আমির খানের সঙ্গে তাঁর সংলাপ “আখির কেহনা কেয়া চাহতে হো” একসময় সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।
