৫০ বছর পর ফের মুক্তি পাচ্ছে স্পিলবার্গের ‘জস’

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২:৩৭ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক

১৯৭৫ সালে মুক্তি প্রাপ্ত কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ক্লাসিক থ্রিলার ছবি ‘জস’ আবারও ফিরছে বড় পর্দায়। চলতি বছরের ২০ জুন ছবিটি মুক্তির পঞ্চাশ বছর পূর্ণ করেছে। অর্ধশতাব্দী পূর্তি উপলক্ষে আগামী ২৯ আগস্ট বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পাচ্ছে ছবিটি। সিনেমাটি হলিউডের চিত্রকে বদলে দিয়েছিল। ‘জস’ ছবিকে হলিউডের ব্লকবাস্টার যুগের পথপ্রদর্শক হিসেবে মনে করা হয়।

কারণ, এর আগে কোনো সিনেমা এত ব্যাপক আকারে মুক্তি পায়নি। ব্যবসায়িক সফলতার সঙ্গে সিনেমাটি তিন বিভাগে অস্কার জয় করে। সমুদ্রের গভীর থেকে উঠে আসা এক ভয়ঙ্কর হাঙরের ত্রাসের গল্প দর্শকদের যেমন শিহরিত করেছিল, তেমনি বক্স অফিসেও তুলেছিল রেকর্ড সাফল্য। মাত্র ৯ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪৭০ মিলিয়ন ডলার।

সিনেমার গল্প যেমন দর্শকদের শিহরিত করেছিল তেমনই ছবির শুটিংয়ে ছিল বড় চ্যালেঞ্জিং গল্প। ৫০ দিনে শুটিং শেষ করার কথা থাকলেও তা দীর্ঘ হয়ে দাঁড়ায় ১৫৫ দিনে।