তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না: থালাপতি বিজয়
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

তামিলনাড়ুর মাদুরাইয়ে মহাসমাবেশে শক্তি প্রদর্শন করলেন তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) প্রধান ও জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে তিনি বিজেপি ও ডিএমকের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন।
শুক্রবার হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। টিভিকে কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং একটি শক্তি যারা কারও ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।’
তিনি দাবি করেন, এই লড়াই শুধু রাজনৈতিক ক্ষমতার নয়, আদর্শেরও। এসময় ‘তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না। যেমন পদ্মপাতায় জল স্থায়ী হয় না, তেমনি তামিলদের সম্পর্কও বিজেপির সঙ্গে টিকবে না,’ বলে মন্তব্য করেন বিজয়।
নিজের বক্তব্যে তিনি সিংহের উপমা টেনে বলেন, ‘সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে থাকতে হয় আবার একা থাকতে হয়। সিংহ কখনো ভয় পায় না, শুধু শিকারের জন্যই বেরোয়, বিনোদনের জন্য নয়।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিজয় বলেন, ‘এনইইটি বাতিল করুন! পারবেন কি, নরেন্দ্র মোদি? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা ভুগছে।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকের বাইরে তিনি নতুন বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন।
২০২৩ সালে রাজনীতিতে আসা বিজয়ের জন্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনই হতে যাচ্ছে প্রথম বড় রাজনৈতিক লড়াই। মাদুরাইয়ের এই সম্মেলনকে ধরা হচ্ছে তার দলের সবচেয়ে বড় শক্তি প্রদর্শনের মঞ্চ। বিজয় নির্বাচনী লড়াইকে তুলনা করেছেন ১৯৬৭ ও ১৯৭৭ সালের ঐতিহাসিক পরিবর্তনের সঙ্গে। তার দাবি— ২০২৬ সালেও তামিল রাজনীতিতে ঘটবে নতুন জাদু।
