ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৪:০০ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরে বোমা হামলায় পাখির মতো মানুষকেও উড়তে দেখে গেছেন। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে অভিনেত্রী স্বরা ভাস্করকে। এবার গাজাবাসির হত্যা ইস্যুতেও মুম্বাইয়ের রাস্তায় এক বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী। তার এই ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিনেত্রীর মতে, ইসরায়েলি সরকারের কার্যকলাপ প্যালেস্টাইনের পরিচয় ও গাজার অস্তিত্ব মুছে দেওয়ার প্রচেষ্টা। অভিনেত্রীর ভাষ্য, ??‘তারা (ফিলিস্তিনিরা) কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।’ তিনি যোগ করেন, ‘কেউ যদি ইসরায়েলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেই সঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে।’
