উন্মোচিত হলো ‘বাহুবলী: দ্য এপিক’-এর ঝলক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:৩০ | অনলাইন সংস্করণ

বহু প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হলো এস. এস. রাজামৌলীর নতুন সৃষ্টি ‘বাহুবলী: দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক। সেখানে ধরা দিয়েছে মাহিষ্মতী রাজ্যের আভিজাত্য আর আগের দুই কিস্তির স্মৃতি জাগানো কিছু দৃশ্য। প্রকাশের পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে, কারণ প্রায় এক দশক পর সেই পরিচিত রূপে ফিরছেন জনপ্রিয় অভিনেতা প্রভাস।
২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। দুটি ছবিই বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। প্রথম পর্ব আয় করেছিল প্রায় ৬৫০ কোটি টাকা, আর দ্বিতীয় পর্ব গড়ে তোলে ১৭৮৮ কোটির রেকর্ড ব্যবসা। তাই তৃতীয় অধ্যায়কে ঘিরে ভক্তদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই আকাশছোঁয়া।
নতুন সিনেমার বিশেষত্ব হলো এর দৈর্ঘ্য। প্রায় ৫ ঘণ্টা ২৭ মিনিটের এই চলচ্চিত্র কোনো এক্সটেন্ডেড ভার্সন নয়, বরং একটি অবিচ্ছিন্ন গল্প বলার অভিনব প্রয়াস। যেখানে অধিকাংশ সিনেমা ২ থেকে ৩ ঘণ্টায় সীমাবদ্ধ থাকে, সেখানে এই চলচ্চিত্র দর্শকদের ধৈর্য ও মনোযোগের নতুন পরীক্ষার মুখোমুখি করবে।
শোনা যাচ্ছে, আসছে ২০২৫ সালের ৩১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’। ঝলক দেখেই ভক্তরা অপেক্ষা করতে পারছেন না মহাকাব্যিক এ প্রত্যাবর্তনের জন্য।
