শিল্পকলায় সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ | অনলাইন সংস্করণ

নন্দিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে কালজয়ী এই শিল্পীকে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি ‘শুধু গান গেয়ে পরিচয়’ শীর্ষক এই আয়োজনে থাকছে শিল্পীর একক সংগীত পরিবেশনা। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এসময় স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শিল্পীকে সম্মাননা প্রদান করবেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত নয়, শুধু আমন্ত্রিত দর্শকদের জন্য সংরক্ষিত থাকবে। অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় পর্বে থাকছে সাবিনা ইয়াসমিনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দেশবরেণ্য শিল্পীদের স্মৃতিচারণ, নবীন জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালকদের কম্পোজিশনে বরেণ্য এই কণ্ঠশিল্পীর গান এবং শিল্পীর একক সংগীতানুষ্ঠান। জানা যায়, অনুষ্ঠানে তিনি তাঁর বিখ্যাত ও জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। সঞ্চালনায় থাকছেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন।
