আমি ‘নারী সালমান খান’ হতে চাই: ধনশ্রী ভার্মা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

রিয়েলিটি শোতে অনেক সময় সেলিব্রেটিরা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। এমনই একটি সাক্ষাৎকারে নিজের জীবন ও ভাবনা নিয়ে মুখ খুলেছেন ধনশ্রী ভার্মা। বর্তমানে তিনি আশ্নির গ্রোভার সঞ্চালিত রাইজ অ্যান্ড ফল শো-তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছেন।
শোতে নয়নদীপ রক্ষিত ও পবন সিংয়ের সঙ্গে আলাপচারিতায় ধনশ্রী বলেন, এখন তার জীবনে সম্পর্ক বা বিয়ে কোনো অগ্রাধিকার পাচ্ছে না।
তিনি জানান, ‘না, এখন আমি আমার জীবনে কাউকে চাই না। সম্পর্কের জগতে অনেক কিছু সহ্য করেছি। আমি এই ইন্ডাস্ট্রির নারী সালমান খান হয়ে থাকব।’
ধনশ্রী আরও জানিয়েছেন, একবার স্বপ্নে নিজেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির হলুদ সর্ষে ক্ষেতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তবে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার প্রসঙ্গ উঠতেই তিনি মজার ছলে স্পষ্ট করেন, প্রেম এখন তার জীবনের অংশ নয়।
এর আগে ধনশ্রী ভার্মা ক্রিকেটার যুজভেন্দ্র চাহালের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চার বছরের সংসারের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাদের ডিভোর্সের আবেদন হয় এবং চলতি বছরের মধ্যে তা চূড়ান্ত হয়।
ডিভোর্সের পর ধনশ্রী জানিয়েছিলেন, তিনি মর্যাদা ও আত্মসম্মানকে অগ্রাধিকার দেন এবং প্রাক্তন স্বামীর বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করেননি।
অন্যদিকে, যুজভেন্দ্র চাহাল বর্তমানে কনটেন্ট ক্রিয়েটর আরজে মহভাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
ধনশ্রীর এ বক্তব্য তার ব্যক্তিগত জীবন নিয়ে স্বচ্ছতার প্রতিফলন এবং কর্পোরেট ও বিনোদন দুনিয়ায় নারী স্বাধীনতার বার্তা হিসেবে ধরা হচ্ছে।
