অবশেষে বিয়ের পিঁড়িতে সেলেনা গোমেজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ | অনলাইন সংস্করণ

অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মার্কিন সংগীতশিল্পী ও জনপ্রিয় অভিনেত্রী সেলেনা গোমেজ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেনি ব্ল্যাংকোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা। বিয়ের খবরটি নিজেই ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন সেলেনা।

সেদিন ইনস্টাগ্রামে একগুচ্ছ বিয়ের ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, সাদা হ্যাল্টারনেক গাউনে সেলেনা গোমেজকে এবং কালো টাক্সেডোতে তার বর বেনি ব্ল্যাংকোকে। পোস্টের ক্যাপশনে সেলেনা লিখেছেন— “৯-২৯-২৫” (অর্থাৎ ২৭ সেপ্টেম্বর, ২০২৫), সাথে সাদা হৃদয়ের ইমোজি জুড়ে দেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে নিজেদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন সেলেনা ও বেনি। বাগদানের নয় মাস পর এসে তারা বিয়ের মাধ্যমে সম্পর্ককে নতুন রূপ দিলেন।

ভোগ ম্যাগাজিন জানায়, বিয়ের অনুষ্ঠানটি হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার বিখ্যাত Sea Crest Nursery-তে। অতিথিরা সেখানে পৌঁছানোর পরেই বিয়ের ভেন্যুর নাম প্রকাশ করা হয়।

বিয়েতে উপস্থিত ছিলেন টেইলর সুইফট, এড শিরান, প্যারিস হিলটন, মার্টিন শর্ট ও স্টিভ মার্টিনের মতো তারকা অতিথিরা। টিএমজেড জানিয়েছে, প্রায় ১৭০ জন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু এই জমকালো আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানটিকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যাতে ব্যক্তিগত মুহূর্তগুলো রক্ষা করা যায়।

এভাবেই দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিয়ে সুখী দাম্পত্য জীবনের পথে পা রাখলেন সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাংকো।