প্যারিস ফ্যাশন উইকে র‍্যাম্প মাতালেন ঐশ্বরিয়া

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৩:৫২ | অনলাইন সংস্করণ

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ল’ওরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন। র‍্যাম্পে হেঁটে মনিষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরা ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

শো–এর ব্যাকস্টেজে ঐশ্বর্যার সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সা আদিত্য মদিরাজুর।

তিনি ঐশ্বরিয়াকে বলেছিলেন, ‘আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই।’ পরে সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার… এখনও গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে।’

ভিডিওতে দেখা যায়, আদিত্য আরও বলেন, ‘আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার জন্যই। আমাদের প্রথম আলাপে দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা বলেছিলাম। তখনই তিনি বলেছিলেন— আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে ভালোবাস।’

ঐশ্বরিয়া তখন বলেন, ‘আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, তা সত্যিই সুন্দর… আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল, আপনাদের দু’জনের জন্য অগাধ ভালোবাসা।’ তিনি শেষ করেন নিজের লিপস্টিক তুলে দিয়ে, ‘তুমি মেকআপে ম্যাজিক করো। এটা তোমার ট্রেজার বাক্সে রাখো।’

ঐশ্বরিয়া মনিষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরেছিলেন, যা ছিল অত্যন্ত জমকালো। এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ এবং পেছনে নবরত্ন হারের ঝলক। মনীষ মালহোত্রা বলেন, এই শেরওয়ানি আধুনিক ডিজাইনের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করে। কাফগুলো আংশিকভাবে বর্ম ও আংশিকভাবে গয়না হিসেবে তৈরি করা হয়েছে, যা শক্তি ও কোমলতার প্রতীক।

ঐশ্বর্যকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’–এ, যা বিশ্বজুড়ে ৩৪৪.৬৩ কোটিরও বেশি আয় করেছে। তবে তার পরবর্তী প্রজেক্ট এখনও ঘোষণা হয়নি।