অভিনয় ছাড়তে চেয়েছিলেন যীশু, পাশে দাঁড়ান অমিতাভ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৫:২৬ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

ছোট পর্দার সুপারস্টার থেকে বড় পর্দায় নিজের জায়গা পাকা করেছেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। তবে এই সাফল্যের পথে তাকে পাড়ি দিতে হয়েছে বহু চ্যালেঞ্জ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের অভিজ্ঞতাই ভাগ করে নিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সময় হতাশা থেকে অভিনয় জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন যীশু। তবে সেই সময় তাকে মানসিক সমর্থন ও প্রেরণা জুগিয়ে পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। টেলিভিশন থেকে সিনেমার জগতে আসার সময়কার চ্যালেঞ্জের কথা প্রায়শই বলে থাকেন যীশু। তবে সবচেয়ে বড় মন খারাপের ঘটনাটি ঘটেছিল কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের সেটে।
যীশু জানান, ২০০৭ সালে ঋতুপর্ণ ঘোষের ছবি ‘দ্য লাস্ট লিয়ার’-এর শুটিংয়ের সময় তার প্রথম দেখা হয় অমিতাভ বচ্চনের সঙ্গে। ছবিতে অমিতাভ অভিনয় করছিলেন একজন মানসিক অসুস্থ থিয়েটার অভিনেতার চরিত্রে এবং যীশু ছিলেন একজন জনপ্রিয় সাংবাদিক। একটি কঠিন দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক ঋতুপর্ণ ঘোষের বকাঝকা শুনতে হয় তাকে। যীশুর কথায়, ‘আমার চরিত্রটিতে একটা ‘অ্যাটিটিউড’ দরকার ছিল। রিহার্সালের সময় আমি ভুল করে স্যারের (অমিতাভ বচ্চন) সংলাপও বলে ফেলি। ’
