দিওয়ালির আগেই সুখবর, মা হলেন পরিণীতি চোপড়া

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক

বিয়ের দুই বছরের মাথায় প্রথম সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। রোববার (১৯ অক্টোবর) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি ও ভারতের রাজনৈতিক অঙ্গনের তরুণ নেতা রাঘব চাড্ডা দম্পতি।

সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতি দিয়ে এই সুখবরটি জানিয়েছেন পরিণীতি ও রাঘব। তারা লিখেছেন,

“অবশেষে তিনি এখানে এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে মনে করতে পারি না! আমাদের হৃদয় এখন পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, আর এখন আমাদের সবকিছু রয়েছে।”

তবে ছেলের নাম এখনও প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

সন্তানের আগমনের খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শুভেচ্ছার বন্যা বইছে। অভিনেতা আয়ুষ্মান খুরানা, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, অনন্যা পাণ্ডে, কৃতি শ্যাননসহ একাধিক তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা ২০২৩ সালের মে মাসে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান সম্পন্ন করেন। একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। গত আগস্টে এই দম্পতি সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তারা শিগগিরই প্রথম সন্তানের মুখ দেখবেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল— পরিণীতি ও রাঘবের জীবনে এল নতুন আনন্দের আলো।