ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফের বিয়ে করলেন জেমস, হয়েছেন বাবাও 

ফের বিয়ে করলেন জেমস, হয়েছেন বাবাও 

ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী নগর বাউল জেমস তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। কনে আমেরিকা প্রবাসী নামিয়া আমিন, যিনি এখন নামিয়া আনাম নামে পরিচিত। বিয়ের এক বছর না যেতেই তাদের সংসারে এসেছে নতুন অতিথি — এক পুত্রসন্তান।

২০২৩ সালে জেমসের আমেরিকা সফরের সময় লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং অবশেষে ২০২৪ সালের ১২ জুন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই দম্পতি রাজধানীর বনানীতে জেমসের নিজ বাসায় একসঙ্গে বসবাস করছেন।

গত ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিং টং হাসপাতালে স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে জন্ম নেয় জেমস-নামিয়ার প্রথম সন্তান জিবরান আনাম। খবরটি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

নামিয়ার পিতা নুরুল আমিন ও মাতা নাহিদ আমিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়া সেখানে বেড়ে উঠেছেন এবং নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এর আগে চিত্রনায়িকা রথি ও যুক্তরাষ্ট্র প্রবাসী বেনজীর সাজ্জাদকে বিয়ে করেছিলেন জেমস। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে জেমসের এক কন্যা সন্তান জাহান আছে, যিনি বর্তমানে ডালাসে বসবাস করেন। আর প্রথম স্ত্রী রথির ঘরে রয়েছে এক পুত্র দানিশ ও কন্যা জান্নাত, যারা এখন নিজেদের কর্মজীবনে ব্যস্ত।

জীবনের নতুন অধ্যায় নিয়ে জেমস বলেন,

“আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, গান গেয়ে যেতে চাই। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

স্বজনদের মতে, এই বয়সে পুত্র সন্তানের আগমন জেমসের জীবনে এক নতুন মোড় এনে দিয়েছে।

জেমস,বিয়ে,বাবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত