‘নতুন করে জীবন শুরু করতে শক্তি লাগে’
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৩:২২ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি আবারও বিয়ে করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। তার এই ব্যক্তিজীবনের উত্থান-পতনকে শক্তি হিসেবে দেখছেন অভিনেত্রী। কিন্তু তার এই নতুন জীবনে প্রবেশে শুরু থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। তবে এ সমালোচনার জবাব নিজের মতো করেই দিয়েছেন তিনি শক্তিশালী ও আবেগময় ভাষায়। সমালোচনার ঝড়ের মাঝেই অভিনেত্রী জানিয়ে দিলেন ভালোবাসা আর বিশ্বাসের পথে হাঁটার সাহস নিয়মিতই নতুন করে খুঁজে নিতে হয় মানুষকে।
গত শনিবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে শবনম ফারিয়া লিখেছেন কেউ-ই এই ভেবে বিবাহবন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত কিংবা সফল মানুষ হই না কেন- মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে, যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে। তার ভক্ত-অনুরাগীদের অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেন, দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না এবং কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কতটা কঠিন লড়াই করে চলেছেন। তিনি বলেন, কথায় হন কমল, আচরণে রাখুন দয়া।
