আরিয়ানের পরিচালনা নিয়ে রসিকতা করলেন শাহরুখ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১৩:০৮ | অনলাইন সংস্করণ

বলিউড বাদশাহ শাহরুখ খান এবার ছেলের পরিচালনা নিয়ে রসিকতায় হাজির। আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এ মাত্র মিনিটখানেকের উপস্থিতিতেই শোরগোল ফেলেছিলেন শাহরুখ। ছেলের প্রকল্পে সেটাই ছিল তার প্রথম কাজ।

এবার আরিয়ানের পরিচালনায় আবারও অভিনয় করবেন কিনা— ভক্তদের এমন প্রশ্নের জবাবে মজা করে উত্তর দিলেন কিং খান।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত জানতে চান, ভবিষ্যতে আরিয়ান খানের কোনো সিনেমায় শাহরুখকে দেখা যাবে কিনা। উত্তরে শাহরুখ খান রসিকতা করে বলেন, “আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর?”

এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।

এর আগে, ‘ব্যাডস অফ বলিউড’-এ পিতা–পুত্রের প্রথম কাজ হিসেবে দর্শকরা শাহরুখ–আরিয়ান জুটিকে দেখে প্রশংসায় ভরিয়ে দেন। সিরিজে শাহরুখের স্বল্প উপস্থিতি দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলে। আরিয়ানের পরিচালনায় এটিই ছিল তার প্রথম কাজ।

শাহরুখ খান বরাবরই ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে পরিচিত এবং বিভিন্ন সময়ে নিজের পরিবারের বিষয়ে রসিকতা করে থাকেন। আরিয়ানকে নিয়েও তার এমন হাস্যরস ভক্তদের হাসিয়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে খান পরিবারকে।