সালমানকে ভাই ছাড়া অন্য চোখে দেখেননি শাবনূর
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৪:৪৫ | অনলাইন সংস্করণ

নব্বইয়ের দশকের শুরুতে ঢাকাই চলচ্চিত্রে আলো ছড়িয়ে দিয়েছিলেন সালমান শাহ। সেই আলোয় দেখা মিলেছিল নায়িকা শাবনূরেরও। তাদের আগমনে ঢাকাই সিনেমা পেয়েছিল নতুন প্রাণ, পেয়েছিল রোমান্টিক চলচ্চিত্রের এক সোনালি যুগ। মাত্র চার বছরের ক্যারিয়ারে তারা একসঙ্গে অভিনয় করেছেন ১৪টি জনপ্রিয় ছবিতে, যেগুলোর অনেকগুলোই আজও দর্শকের মনে জাগিয়ে তোলে আবেগ ও নস্টালজিয়া। ‘তুমি আমার’, ‘সুজন সখি’, ‘বিচার হবে’ কিংবা ‘আনন্দ অশ্রু’ প্রতিটি ছবিতেই তাদের রসায়ন ছিল অনন্য। যেন পর্দার প্রেম বাস্তবের ছায়া হয়ে উঠেছিল দর্শকের চোখে। সময় গড়িয়ে গেছে তিন দশক; কিন্তু সালমান-শাবনূরের জুটি এখনও রয়ে গেছে স্মৃতির অমলিন পাতায়। বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে শান্ত জীবন কাটাচ্ছেন শাবনূর। সম্প্রতি দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। সেই সাক্ষাৎকারে ভেঙেছেন নীরবতার দেয়াল, সালমান শাহকে নিয়ে জানিয়েছেন নিজের অনুভব-অনুভূতি। শাবনূর বলেন, ‘সালমান শাহ আর আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। তাদের উদ্দেশে শুধু বলব, এসবের কোনো কথাই সত্য নয়। সালমানের কোনো বোন ছিল না, তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন। আমাকে ‘পিচ্চি’ বলে ডাকতেন। তার মা-বাবাও আমাকে খুব আদর করতেন, মেয়ের মতোই ভালোবাসতেন।’ নিজের অনুভবের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমিও সালমানকে ভাইয়ের মতোই দেখতাম। তবে আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। সালমান নাচে একটু দুর্বল ছিল। প্রায়ই বলতেন, ‘আমাকে একটু নাচ দেখিয়ে দে তো।’ আমি হাসতে হাসতে দেখিয়ে দিতাম।’ সালমানের সঙ্গে শাবনূরের প্রথম দেখা হয়েছিল এফডিসিতে, সেদিন মৌসুমীর সঙ্গে সালমানের শুটিং চলছিল। পরবর্তী সময়ে ‘তুমি আমার’ ছবিতে সালমানের সঙ্গে কাজের সুযোগ হয় শাবনূরের। সেই ছবির সাফল্যের পর দর্শকরা তাদের নতুন জুটিকে ভালোবাসতে শুরু করেন।
