তিশার বিরুদ্ধে প্রতারণা মামলা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৩:৪৮ | অনলাইন সংস্করণ

সিনেমার খাতায় নাম লিখিয়ে যে সময়টা তানজিন তিশার সবচেয়ে ভালো যাওয়ার কথা, সে সময়ে তিনি মুখোমুখি হচ্ছেন নানা জটিলতার। জটিলতা বলাও হালকা হবে, কারণ তার বিরুদ্ধে উঠেছে শাড়ি প্রতারণার অভিযোগ! গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন এ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। সি আর মামলা নম্বর ৯৬২/২০২৫। মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবিকে) তদন্তের নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে বাদী পক্ষের আইনজীবী বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার গণমাধ্যমে বলেন, ‘তানজিন তিশার মতো তারকা একজন নারী উদ্যোক্তার সঙ্গে যে ধরনের প্রতারণা করেছেন তা কাম্য নয়।’
