নতুন পরিচয়ে সৃজিত
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৪:৪২ | অনলাইন সংস্করণ

ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি এবার এক নতুন ভূমিকায় হাজির হচ্ছেন—তিনি আত্মপ্রকাশ করছেন সংগীত পরিচালক হিসেবে। এর আগে পরিচালক ও গীতিকার হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেও, এবার শ্রোতারা তার সুর শুনবেন নতুন আঙ্গিকে।
২০১০ সালে সৃজিতের প্রথম ছবি অটোগ্রাফ-এর সময়ই প্রমাণ মেলে তার দুর্দান্ত সঙ্গীতবোধের। অনুপম রায়ের সঙ্গে তার সেই যুগলবন্দি শ্রোতাদের হৃদয়ে দাগ কেটেছিল। পরবর্তী সময়ে বাইশে শ্রাবণ, জুলফিকার, চতুষ্কোণ—সব সিনেমাতেই গান নির্বাচনে তার মুন্সিয়ানা ছিল চোখে পড়ার মতো।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এবার পরিচালক সুমন ঘোষের নতুন বাংলা সিনেমা শ্রীরামপুর ডায়েরিজ-এর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন সৃজিত মুখার্জি। প্রথমে সুমন ঘোষ কেবল একটি মিউজিক প্রোডাকশন করার প্রস্তাব দেন, পরে গান ও সুরের কাজের কথাবার্তা চূড়ান্ত হয়। অবশেষে সৃজিত সম্মতি দেন পুরো ছবির সুর করার ব্যাপারে।
উল্লেখ্য, নিজের সিনেমা ছাড়াও লে ছক্কা, মাছ মিষ্টি অ্যান্ড মোর, ক্রস কানেকশন-এর মতো একাধিক ছবির গান লিখেছেন সৃজিত। গীতিকার হিসেবে সাফল্যের পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন সুরকারদের দলে।
সঙ্গীতপ্রেমীরা বলছেন, পরিচালনা, গল্প, গীত—সব জায়গায় যিনি নিজের স্বকীয়তা প্রমাণ করেছেন, সুরেও যে তিনি অনন্য কিছু করবেন, সে আশাই করছেন সবাই।
