ভুয়া খবরে ক্ষুব্ধ নোরা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৩:১৭ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

মুম্বাইয়ে এক মাদক পাচারকারীর আয়োজিত ড্রাগ অ্যান্ড রেভ পার্টিতে নোরা ফাতেহির নাম জড়ানোর খবর ছড়াতেই চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিলেন বলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে সেইসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে নোরা লিখেছেন, তাকে উদ্দেশ্য করেই বারবার ‘সফট টার্গেট’ বানানো হচ্ছে।
স্টোরিতে নোরা স্পষ্ট জানান- এই পার্টির সঙ্গে তার কোনো যোগ নেই। তার ভাষায়, ‘আমি পার্টিতে যাই না। সারাক্ষণ ফ্লাইটেই থাকি। আমি ভয়ংকর ওয়ার্কহোলিক, আমার বলতে গেলে কোনো ব্যক্তিগত জীবনই নেই। এ ধরনের মানুষের সঙ্গে নিজেকে যুক্ত করি না। আর ছুটির দিনে দুবাইয়ের সৈকতে বা হাই স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই।’
ভক্তদের উদ্দেশে নোরা অনুরোধ করেছেন, যাচাই না করে কোনো প্রতিবেদনে যেন বিশ্বাস না করা হয়।
