‘প্রকৃতি কন্যা’য় অলংকার-এ মুগ্ধ দর্শক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৫:০২ | অনলাইন সংস্করণ

কিছুদিন আগেই ইউটিউবে প্রকাশিত হয় এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী অভিনীত নাটক ‘প্রকৃতি কন্যা’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই নাটকের গল্প অলংকার চৌধুরীর। নাটকটি নির্মাণ করেছে ‘ক্ল্যাসিক এন্টারটেইম্যান্ট প্রোডাকশন টিম’। নাটকটির মূল গল্পই অলংকার চৌধুরীকে নিয়ে। নাটকটিতে অলংকারের বিপরীতে অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার। নাটকটি প্রচারের দিক দিয়ে অনেক ভিউ পাওয়া কোনো নাটক এটি নয়। তবে এই নাটকে অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন তিনি।

অলংকার চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে কালবেলা নাটকে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে আমি বেশ সাড়া পেয়েছিলাম। আর প্রকৃতি কন্যা-নাটকে অভিনয়ের জন্যও এখন সাড়া পাচ্ছি। এই নাটকটির গল্প যেহেতু আমার, আমার ভাবনা থেকেই প্রকৃতি কন্যা চরিত্রটি আসা, তাই নাটকে প্রকৃতি কন্যা চরিত্রে আমি মন দিয়ে অভিনয় করতে পেরেছি আমার নিজের মতো করে। টিমকে আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি, টিম ঠিকঠাক মতো কাজ করেছে। নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এমন আরও অনেক ভিন্ন ধরনের গল্প আমার মাথায় বা ভাবনায় আছে। যেহেতু কাজ নিয়েই সারাক্ষণ বেশি ভাবতে হয়, তাই গল্প নিয়ে সিরিয়াসলি ভাবার সময়টা তেমন পাই না। এরমধ্যেও প্রকৃতি কন্যার জন্য সাড়া মিলছে ভালো।’

বিগত তিন/চার বছরে যে’কজন নবাগত অভিনয় শিল্পী আলোচনায় এসেছেন তাদের মধ্যে ঢাকার মেয়ে অলংকার চৌধুরী’ও একজন। সৌমিত্র ঘোষ ইমনের হাত ধরে ইমরান ও বৃষ্টির গাওয়া ‘বায়না’ গানে একজন মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে অলংকারের যাত্রা শুরু হয়। এরপর ইমনেরই পরিচালনায় ‘ওয়াইফ যখন হাজব্যা-’ নাটকে অভিনয় করেন তিনি। তবে মূলত অভিনয় করে আলোচনায় আসেন অলংকার রেজা মাহমুদের ‘ভালো রেখো তোমায়’ নাটকে অভিনয় করে। এটি ছিল একটি স্কুল জীবনের প্রেমের গল্পের নাটক।