শাহরুখ–দীপিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৪৭ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক

রাজস্থানে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এজাহার করেছেন ভরতপুর জেলার বাসিন্দা কীর্তি সিংহ। তাদের সঙ্গে একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ছয় কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কীর্তির অভিযোগ, তিনি ২৩ লাখ ৯৭ হাজার রুপিতে হুন্দাইয়ের একটি গাড়ি কেনেন। কেনার পর থেকেই গাড়িতে নানা সমস্যা দেখা দেয়। তিনি জানায়,
শাহরুখ ও দীপিকার বিজ্ঞাপন দেখে গাড়িটি কেনেন, কিন্তু অভিযোগ জানানোর পরও কোনো সমাধান পাওয়া যায়নি।

এনডিটিভির তথ্য অনুযায়ী, ভারতীয় ভোক্তা সুরক্ষা আইন ২০১৯—এর অধীনে বিভ্রান্তিকর বিজ্ঞাপন হলে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদেরও দায়ী করা যায়। সিসিপিএ চাইলে প্রচারকদের বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারে।

প্রথমে বিষয়টি ভারতপুর সিজেএম কোর্ট নং–২–এ ব্যক্তিগত অভিযোগ হিসেবে ওঠে। পরে আদালতের নির্দেশে মথুরা গেট থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়।

শাহরুখ–দীপিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০সহ একাধিক ধারায় মামলা হয়েছে। ইতোমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে হুন্দাই ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি স্যান্ট্রো থেকে আয়নিক ৫ পর্যন্ত নানা ক্যাম্পেইনে যুক্ত ছিলেন। দীপিকা পাড়ুকোন ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সম্প্রতি দুজনকে ২০২৪ হুন্দাই ক্রেটার বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে, যেখানে তারা আন্ডারকভার এজেন্টের চরিত্রে গাড়ির বৈশিষ্ট্য তুলে ধরেন।